জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটভুক্ত কোনো দলই বিচারের আগ পর্যন্ত রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না বলে মন্তব্য করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
শুক্রবার (১ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর এলজিইডি ভবন মিলনায়তনে হাতিয়াবাসীর পক্ষ থেকে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দোসর হিসেবে জাতীয় পার্টি আওয়ামী অপরাধের দায় এড়াতে পারে না বলে মন্তব্য করে মাসউদ আরও বলেন, এক ফ্যাসিবাদকে উৎখাত করে আরেক ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে ছাত্র-জনতা জীবন দেয়নি। তাই যে সংবিধান বাকশাল কায়েমে সহযোগিতা করেছে সেই সংবিধান ছুড়ে ফেলতে হবে। বাহাত্তরের সংবিধান অবশ্যই পরিবর্তন করতে হবে।
হাতিয়া ছাত্র-যুব পরিষদের সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমন্বয়ক তানভীর শরীফ ও মোহাম্মদ রাসেল আহমেদ।
আপনার মতামত লিখুন :