ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সমাজের অবহেলিত মানুষদের জন্য কাজ করবে কিডনি ফাউন্ডেশন: প্রধান উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৫:৩২ পিএম

সমাজের অবহেলিত মানুষদের জন্য কাজ করবে কিডনি ফাউন্ডেশন: প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

কিডনি ফাউন্ডেশন সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১১ জানুয়ারি) ভার্চুয়ালি সিলেটে ১৫০ শয্যাবিশিষ্ট কিডনি ফাউন্ডেশন ও সমাজকল্যাণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নির্মিত হাসপাতাল উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

জানা গেছে, ২০১৮ সালে অস্থায়ী ভবনে ৬টি ডায়ালাইসিস মেশিন দিয়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে কিডনি ফাউন্ডেশনের এই হাসপাতালে ৩২টি মেশিনে সেবা প্রদান করা হচ্ছে। ৬২ শতাংশ রোগী ভর্তুকি মূল্যে সর্বোচ্চ ১৬০০ টাকায় সেবা পাচ্ছেন। এছাড়া ১২ শতাংশ রোগী পরীক্ষা-নিরীক্ষাসহ সব ধরনের সেবা বিনামূল্যে উপভোগ করছেন।

অন্যদিকে, হাসপাতালের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ জানিয়েছেন, খুব শীঘ্রই ডায়ালাইসিস মেশিনের সংখ্যা ৫০টি করা হবে এবং আইসিইউ ও কিডনি প্রতিস্থাপনের সুবিধাও চালু করা হবে।

এছাড়া, এ হাসপাতাল নির্মাণে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাকের সহযোগিতা থাকলেও প্রধান অনুদান প্রদান করেছেন দেশি-বিদেশি দাতা প্রতিষ্ঠানগুলো।

আরবি/এফআই

Link copied!