সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ রবিবার (৫ জানুয়ারি) রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যগণের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া উক্ত এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এদিকে, আজ সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক আয়োজিত সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন- ২০২৪/২৫ প্রত্যক্ষ করেন। এ সময় সেনাবাহিনী; নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়াসহ সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :