ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

এবার অন্য মজলুমরাও মুক্ত হোক : আহমাদুল্লাহ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৭:৫৯ পিএম

এবার অন্য মজলুমরাও মুক্ত হোক : আহমাদুল্লাহ

ছবি: সংগৃহীত

বাশার আল-আসাদ সরকারের পতনে সিরিয়াবাসীকে অভিনন্দন জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। একই সঙ্গে অন্য মজলুমদেরও মুক্তি কামনা করেছেন তিনি।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘অসংখ্য নবী-রাসুলের পদস্পর্শ-ধন্য মাটি অবশেষে জুলুম থেকে মুক্ত হলো। সব প্রশংসা আল্লাহর।

মুক্তিকামী সিরিয়াবাসীর এই অর্জনে তাদের অভিনন্দন। এবার অন্য সব মাজলুমরাও মুক্ত হোক।’

প্রসঙ্গত, দীর্ঘ দুই যুগের বেশি সময় সিরিয়ার ক্ষমতায় থাকা ‘স্বৈরশাসক’ বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বিদ্রোহীরা রাজধানী দামেস্কে ঢুকে পড়ায় আজ সকালে ব্যক্তিগত উড়োজাহাজে করে অজানা গন্তব্যে পালিয়ে যান তিনি।

তার পালিয়ে যাওয়ার খবরে রাজধানীসহ সারা দেশে বিজয় উল্লাস করতে দেখা গেছে বিদ্রোহীদের। নানা স্লোগানে মেতেছে দেশটির বাসিন্দারা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হাজার হাজার মানুষ গাড়িতে এবং হেঁটে দামেস্কের প্রাণকেন্দ্র উমাইয়াদ স্কয়ারে জড়ো হচ্ছে। ‘স্বাধীনতা’ নিয়ে নানা স্লোগান দিচ্ছেন তারা।

অনলাইনে ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে দেখা যায়, দামেস্কের উমাইয়াদ স্কয়ারে বেশ কিছু লোক পরিত্যক্ত সামরিক ট্যাংকের ওপর দাঁড়িয়ে আছে এবং আনন্দ উদযাপনে গান গাইছে।

আরবি/ এইচএম

Link copied!