ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
গাজী টায়ার কারখানা

রাতভর চলে লুটপাট, নিয়ন্ত্রণে যৌথবাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ০৯:৩৩ এএম

রাতভর চলে লুটপাট, নিয়ন্ত্রণে যৌথবাহিনী

ছবি: সংগৃহীত

গাজী টায়ার কারখানায় আগুন নেভানো জায়গাগুলো থেকে ভারী মালামালসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) রাতে কারখানার দামি মেশিনসহ জিনিসপত্র খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পারদিন ভোরেও শতাধিক লোকজন পোড়ানো জিনিসপত্র নিয়ে গেছে। এঘটনা যৌথবাহিনী খবর পেয়ে তাদের কারখানা থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে যৌথবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে কারখানা। এছাড়াও কারখানায় আগুন নেভানোর সময়েও লুটপাটের খবর পেয়ে বিজিবি সদস্যরা কারখানার ভেতরে যান।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীদের পানি ছিটাতে দেখা গেছে। আগুনের নিয়ন্ত্রণ পর ভবনের বিভিন্ন তলায় পানি ছিটিয়ে দেন ফায়ার সার্ভিস কর্মীরা।

এর আগে রোববার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে রূপসীতে গাজী টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আশপাশের ১৭৫ জনের খোঁজ মিলছে না। সবার মনেই তাদের বেঁচে থাকা নিয়ে সংশয়।

আরবি/জেআই

Link copied!