রাজধানী বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে পিলখানা হত্যার বিচারে অস্থায়ী আদালত বসতে না দেওয়ার দাবিতে আন্দোলন করছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। তারা ঘোষণা দিয়েছেন, এই মাঠে আর কোনো অস্থায়ী আদালত বসতে দেওয়া হবে না। এ দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন।
রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মাদ্রাসা শিক্ষার্থীরা জানিয়েছেন, এই মাঠ তাদের এবং মাত্র তিন মাসের জন্য অস্থায়ী আদালত বসানোর কথা বলা হয়েছিল। কিন্তু এখনও আদালত চলছে।
তাদের অভিযোগ, বিচারকাজ চলার কারণে তাদের শিক্ষা কার্যক্রমে সমস্যা হচ্ছে। বহুবার মন্ত্রণালয়ে অভিযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি।
শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, অস্থায়ী আদালত বসানোর নতুন ঘোষণা পাওয়ার পর তারা প্রতিবাদ জানিয়েছে এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এদিকে, বুধবার (৮ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর হত্যা মামলার বিচারকাজ শুরু হবে বৃহস্পতিবার। তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিচারকাজ শুরু হয়নি।
জানা গেছে, প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে বিডিআর মামলার বিচারকাজ আজ শুরু হবে না। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় এই আদালতের ভবনে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটে নৃশংস হত্যাকাণ্ড। ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। পরবর্তীতে ২০১৩ সালে ১৫২ জনকে ফাঁসি, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন বিচারিক আদালত।
আপনার মতামত লিখুন :