শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
দুর্গোৎসব

মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ১০:১৯ এএম

মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ। আর এ উপলক্ষ্যে শুক্রবার (১১ অক্টোবর) সকাল থেকেই রয়েছে কল্পারম্ভ ও বিহিতপূজা, চলছে সন্ধিপূজা। আর রামকৃষ্ণ মিশনগুলোতে করা হচ্ছে কুমারী পূজা। ঢাকার গোপীবাগে রামকৃষ্ণ মিশনে এই আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল ৯টায়।

সনাতন শাস্ত্রমতে, মাতৃভাবে কুমারীকন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগৎমাতার উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করা হয়। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন, নারীর প্রতি সম্মান আর সৃষ্টিকর্তার আরাধনাই কুমারী পূজার অন্তির্নিহিত শিক্ষা। কুমারী পূজা শেষে মহাঅষ্টমির পুষ্পাঞ্জলি দেবেন ভক্তরা। এছাড়া দুপুরে বিতরণ করা হবে মহাপ্রসাদ।

বেলা ১১টায় রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপে এ কুমারীপূজা অনুষ্ঠিত হবে। এ জন্য অল্পবয়সী একটি মেয়েকে কুমারী হিসাবে মনোনীত করা হয়েছে, যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে তার একটি নামকরণও করা হবে।

এদিকে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) মহাসপ্তমীতে সারাদেশের প্রতিটি মণ্ডপই ছিল উৎসবমুখর। ভক্ত, পূজারি ও দর্শনার্থীর উপচে পড়া ভিড়ে জমজমাট ছিল সারাদেশের ৩১ হাজার ৪৬১টি পূজামণ্ডপ।

আরবি/এফআই

Link copied!