ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান

শহীদ পরিবারের সদস্যদের সঞ্চয়পত্র কিনতে আয়কর দাখিল করতে হবে না

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৭:২৯ পিএম

শহীদ পরিবারের সদস্যদের সঞ্চয়পত্র কিনতে আয়কর দাখিল করতে হবে না

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা রাষ্ট্রিয় সহায়তা বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এরবিআর)। তাদের সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন দাখিলে প্রমাণ দিতে হবে না।

শহীদ পরিবারের সদস্যদের অব্যহতি দিয়ে সোমবার (৫ জানুয়ারি) বিশেষ আদেশ জারি করে এনবিআর।

এনবিআর জানিয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পুরুষ সদস্যগণ যদি পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে চান, সেক্ষেত্রে একজন পুরুষ কর্তৃক পারিবারিক সঞ্চয়পত্রের ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ৬৫ বছরের বয়সসীমার বিদ্যমান শর্ত প্রত্যাহার করে আজ ৬ জানুয়ারি, ২০২৫ তারিখ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ হতে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।’

‘এই প্রজ্ঞাপন দুটি জারি করার ফলে জুলাই গণভ্যুত্থানের শহিদ পরিবারের নারী পুরুষ নির্বিশ্বাসে যে কোন বয়সের সদস্য আয়কর রিটার্ন দাখিল না করেই সরকারি অনুদানের অর্থ দ্বারা পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন।’

প্রসঙ্গত, বিদ্যমান বিধান অনুযায়ী যে কোন বয়সের নারী পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন, তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ ব্যতীত অন্য বয়সের পুরুষগণ পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন না। তাই শহীদ পরিবারের পুরুষ ক্রেতার ক্ষেত্রে সরকার বিদ্যমান বয়সসীমা শিথিল করলো

আরবি/এইচএম

Link copied!