ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
শিল্প উপদেষ্টা

মানবাধিকার আর যেন লঙ্ঘন না হয়, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৪:৩০ পিএম

মানবাধিকার আর যেন লঙ্ঘন না হয়, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে

ছবি: সংগৃহীত

ঢাকা: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছি। আমাদের পক্ষ থেকে যতদূর সম্ভব আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত করে যেন কাজ করা যায় সেই চেষ্টা করছি। শনিবার (৭ সেপ্টেম্বর) গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিন গণভবন পরিদর্শনকালে শিল্প উপদেষ্টার সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

আদিলুর রহমান খান বলেন, আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে যে আচরণ করা হয়েছিল, কোনোভাবেই সেই ধরণের আচরণ যেন কারও প্রতি আর না হয় সেটি নিশ্চিত করবো।

শিল্প উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেছেন, গণভবন জনগণের ছিল কতখানি? আমরা জনগণের জন্য এটি উন্মুক্ত করছি।

রূপালী বাংলাদেশ

Link copied!