ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

বিমান ও পর্যটন উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৬:৪৮ পিএম

বিমান ও পর্যটন উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক

ছবি, সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বুধবার (৪ডিসেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা বাংলাদেশের প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখায় অকৃত্রিম বন্ধু জাপানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে জাপানের অংশগ্রহণ ও অবদানের কথা স্মরণ করে আগামী দিনগুলোতে এভিয়েশন সেক্টরে আরও সহযোগিতার আহ্বান জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের উষ্ণ আতিথেয়তার কথা স্মরণ করেন এবং ঢাকা-টোকিও বিমান যোগাযোগ ও দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পর্যটন সেক্টেরে সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান, জাপানে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি উপস্থিত ছিলেন।

আরবি/এস

Link copied!