ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৬:১৯ পিএম

প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টমাস অ্যান্ড্রুজ। সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

জানা গেছে, গত মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের পাশাপাশি উত্থাপন করা রোহিঙ্গা সংকট নিয়ে তিন দফা প্রস্তাবের জন্য বিশেষ প্রতিনিধি অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, ‘রাখাইন রাজ্যের সহিংসতা রাজ্যে একটি বড় সংকট সৃষ্টি করেছে এবং রোহিঙ্গাসহ বাস্তুচ্যুত ও অনাহারী মানুষদের জন্য জরুরীভাবে মানবিক সাহায্যের প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমারে কমপক্ষে ৩.১ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে রাখাইন রাজ্যের শত হাজার মানুষ আছে, যেখানে বিদ্রোহীদের দলগুলো বছরের পর বছর ধরে মায়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।’

আরবি/এফআই

Link copied!