ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

কোটালীপাড়ার শীতার্ত মানুষ পেল জিলানীর শীতবস্ত্র

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৫:৫৩ পিএম

কোটালীপাড়ার শীতার্ত মানুষ পেল জিলানীর শীতবস্ত্র

ছবি: রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর দেওয়া শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) দুপুরে উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিনের আলিঠাপাড়ার বাসভবন চত্ত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন, সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, যুগ্ম আহবায়ক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার, সলেমান মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরবি/জেডআর

Link copied!