ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

পদোন্নতির ছোঁয়ায় ইসির একাধিক কর্মকর্তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ১১:৩৫ এএম

পদোন্নতির ছোঁয়ায় ইসির একাধিক কর্মকর্তা

ছবি: সংগৃহীত

প্রশাসনে বড় রদবদল, পদোন্নতি হচ্ছে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর। দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিতরা একসঙ্গে কয়েকধাপ উপরের পদ পাচ্ছেন। এবার সেই ছোঁয়া লেগেছে নির্বাচন কমিশনেও। চাকরিতে যোগ দেয়ার ১৯ বছর পর প্রথম পদোন্নতি পেলেন নির্বাচন কমিশনের (ইসি) ৪০ কর্মকর্তা।

পদমর্যাদায় অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পদে তাদেরকে পদোন্নতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ৪০ জনকেই ষষ্ঠ গ্রেডে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। তার মধ্যে বেশিরভাগই ১৯ বছর ধরে পদোন্নতি বঞ্চিত ছিলেন। এছাড়া, একজনকে পঞ্চম গ্রেডে উপ-সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।

ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া ইসি সচিব বা ইসির ইন্টারনাল ওয়েবসাইটের মাধ্যমে কাজে যোগদানের জন্য বলা হয়েছে। তবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তারা স্ব স্ব দফতরেই নিযুক্ত থাকবেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, সিনিয়র সহকারী সচিব পদে ৪০ জন এবং উপ-সচিব পদে একজনকে পদোন্নতি দেয়া হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, বার্ষিক গোপনীয় অনুবেদন বা এসিআর ভালো থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি আটকে রাখা হয়। এদের মধ্যে অনেকে ইসিতে এবং কেউ কেউ মাঠ পর্যায়ে কর্মরত আছেন।

এদিকে, ২০০৫ সালে যোগ দেয়ার পরও পদোন্নতি পাননি এমন আরও ৩১ কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। চাকরিতে যোগ দেয়ার বয়স ছয় বছর হয়েছে; কিন্তু পদশূন্য না থাকার কারণে পদোন্নতি পাননি এমন কর্মকর্তা রয়েছেন তিন শতাধিক। 
 

আরবি/জেআই

Link copied!