শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গাড়িচাপায় কলেজছাত্র শারদুল আশিষ সৌরভের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৯ জনকে আসামি করে আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শেরপুরের সদর সিআর আমলী আদালতে এ নালিশি মামলা দায়ের করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সদ্য নিয়োগ পাওয়া স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার।
আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হাসান ভূঁইয়া বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি গ্রহণ করে তা পূর্ববর্তী মামলার প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আদেশের জন্য রেখেছেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল আমিন বিষয়টি নিশ্চিতি করে জানান, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি এবং স্থানীয় দলীয় নেতাদের বাইরে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান কামাল, লক্ষীপুরের সাবেক এমপি আনোয়ার হোসাইন খান, শেরপুরের অধিবাসী সাবেক সাচিব নজরুল ইসলাম ও আব্দুস সামাদ, পুলিশের সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন, ডিআইজি আনিছুর রহমান, শেরপুরের সাবেক পুলিশ সুপার মোনালিসা বেগমসহ পুলিশের আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :