মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন মুশফিকুল আনসারী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ১০:৩৭ এএম

মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন মুশফিকুল আনসারী

ছবি: সংগৃহীত

মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেছেন মুশফিকুল ফজল আনসারী। সোমবার (২৭ জানুয়ারি) তিনি মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রথম কর্মদিবসে তোলা একটি ছবি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন, যেখানে ক্যাপশনে লিখেছেন, “নতুন কর্মস্থলের প্রথম দিন।”

এর আগে, গত ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে তার নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মুশফিকুল ফজল আনসারীকে অন্যান্য যে কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এবং তার যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত পদে পদায়নের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। চুক্তির অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

আরবি/এফআই

Link copied!