ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

ঐক্যের লক্ষ্যে জাতীয় সংলাপ শুরু আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৯:১৫ এএম

ঐক্যের লক্ষ্যে জাতীয় সংলাপ শুরু আজ

ফাইল ছবি

জাতীয় ঐক্যের লক্ষ্যে আজ থেকে দুই দিনব্যাপী জাতীয় সংলাপ শুরু হচ্ছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) এই সংলাপ শুরু হবে। যা চলবে শনিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত।

‘ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ’ (এফবিএস) আয়োজিত এ সংলাপের মূল লক্ষ্য ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’। সংলাপে প্রধান অতিথি হিসাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভার্চুয়ালি অংশ নেবেন। বিশেষ অতিথির বক্তব্য দেবেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও অর্থনীতিবিদ ড. মুশতাক হুসাইন খান এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ সমাপনী বক্তব্য দেবেন।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের ৭জন উপদেষ্টা, ২০টি রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজের বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিরা অংশ নেবেন। অনুষ্ঠান শেষে ঘোষণাপত্র প্রকাশ হবে।

আরবি/জেআই

Link copied!