ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ত্রাণ তহবিলে এবার একদিনের বেতন দিল নৌবাহিনী ও বিজিবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৩:২৭ এএম

ত্রাণ তহবিলে এবার একদিনের বেতন দিল নৌবাহিনী ও বিজিবি

ছবি: সংগৃহীত

বন্যা কবলিত মানুষের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর পর এবার বাংলাদেশ নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সকল সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আইএসপিআর জানিয়েছে, বন্যার্তদের সহায়তায় নৌ সদস্যদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।

বিজিবি সদর দপ্তর জানিয়েছে, বন্যার্তদের সহায়তায় বিজিবির সকল সদস্য একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করেছে।

এদিকে, আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সব ব্যক্তিরা বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা দিতে চান, তারা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠাতে পারেন।

হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল

ব্যাংক: সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয় 

হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।

 

আরবি/জেডআর

Link copied!