ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব মাসুদ রানা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ১০:৩৫ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব মাসুদ রানা

ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন আবু তাহের মো. মাসুদ রানা। বুধবার তিনি কর্মস্থলে যোগ দেন বলে মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান জানিয়েছেন।

এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন আবু তাহের মো. মাসুদ রানা।

এবার পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহেরকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

নতুন কর্মস্থলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার ও অন্যান্য কর্মকর্তারা।

আরবি/জেডআর

Link copied!