ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
স্বাভাবিক ব্যাংক লেনদেন

সালমান এফ রহমানের শেয়ার কোম্পানিগুলোতে নেই ক্রেতা

ব্যবসা-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪, ১২:৩৬ পিএম

সালমান এফ রহমানের শেয়ার কোম্পানিগুলোতে নেই ক্রেতা

ছবি: সংগৃহীত

দেশে তিন সপ্তাহের অচলাবস্থার অবসান হয়ে স্বস্তি ফিরেছে জনমনে। যার প্রতিফলন দেখা যাচ্ছে শেয়ারবাজারেও। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকেই শুরু হয়েছে ব্যাংকগুলোর স্বাভাবিক লেনদেন। একই সঙ্গে সকাল ১০টায় ঢাকা ও চট্টগ্রামের শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রায় সব কোম্পানির শেয়ারদরে লেনদেন শুরুতেই ব্যাপক উত্থান হয়েছে।

তবে প্রায় সব কোম্পানির শেয়ারপ্রতি দর বাড়লেও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হয়েছে। একই অবস্থায় আইএফআইসি ব্যাংকের শেয়ারেরও।

আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল। তবে সেনাবাহিনীর কাছে ক্ষমতা দিয়ে দেশত্যাগের পর সোমবারই সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাংকসহ সব সরকারি-বেসরকারি অফিস খোলা রাখার ঘোষণা দেওয়া হয়। এর ফলে মঙ্গলবার স্বাভাবিক সময়ে শেয়ারবাজারের লেনদেন শুরু হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ, সালমান এফ রহমানের মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারের দরপতন নামছে। সালমান এফ রহমানের মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হয়েছে। তার মালিকানাধীন বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিক্সের শেয়ারের দরপতন হয়েছে। তবে বেক্সিমকো লিমিটেডের শেয়ারদরে ফ্লোর প্রাইস এখনও কার্যকর রাখায় ওই শেয়ারের দরপতন হওয়ার সুযোগ নেই। পাবলিক ও ব্লক মার্কেট মিলে শুধু ডিএসইতেই প্রায় ১০০ কোটি টাকার শেয়ার বিক্রির আদেশ দিয়ে বসে আছেন ১ হাজার ৩৭০ জন বিনিয়োগকারী, যার বিপরীতে কোনো ক্রেতা নেই।

একই অবস্থায় আইএফআইসি ব্যাংকের শেয়ারেরও। ব্যাংকটির মালিকানায় সরকারের অংশ বড় হলেও এতে বেক্সিমকো গ্রুপে বিনিয়োগ দিয়ে সালমান এফ রহমান ব্যাংকটির চেয়ারম্যান পদে আছেন।।

রূপালী বাংলাদেশ

Link copied!