বুধবার, ০২ এপ্রিল, ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশকে অশান্ত রাখতে চাইলে কারও শান্তি থাকবে না

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ১০:০২ পিএম

বাংলাদেশকে অশান্ত রাখতে চাইলে কারও শান্তি থাকবে না

ফাইল ছবি

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আবারও চিঠি দেওয়া হবে। গুরুত্ব না দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চাইলে তাদেরও শান্তিতে থাকতে দেওয়া হবে না।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দুই দিনব্যাপী জাতীয় সংলাপের শেষ দিনের অধিবেশনে আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তিনি এ মন্তব্য করেন।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের জন্য ন্যাশনাল স্টেট খুবই গুরুত্বপূর্ণ। ভারত, চীন, আমেরিকার সাথে ভালো সম্পর্কে ধরে রাখতে হবে, আর্থিকভাবে এগোতে তাদের প্রয়োজন।’

উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্তের প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে চলে গেছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে এখনই কথা বলা যাচ্ছে না। তাই আগামী দুই থেকে ছয় মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।

তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আবারও চিঠি দেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, তারা গড়িমসি করে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চাইলে কেউ শান্তিতে থাকতে পারবে না। এসময় ভারত, চীন, আমেরিকার সাথে ভালো সম্পর্কে ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আর্থিকভাবে এগোতে এসব দেশের সাথে সম্পর্ক রাখা জরুরি।

আরবি/এইচএম

Link copied!