ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার কোনো কারণ নেই: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৪:১৩ পিএম

সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার কোনো কারণ নেই: আসিফ নজরুল

ছবি, সংগৃহীত আসিফ নজরুল

ঢাকা: সাইবার নিরাপত্তা আইনে আমি নিজে আসামি ছিলাম উল্লেখ করে, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার কোনো কারণ নেই। শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে অফিস করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাইবার নিরাপত্তা আইন কী থাকবে নাকি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেকোনো ধরনের খারাপ আইন, যেটি সংস্কার করা প্রয়োজন বা বাতিল করা প্রয়োজন সেটি আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো। সাইবার নিরাপত্তা আইনে তো আমিও আসামি ছিলাম, কাজেই বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নেই আমার।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলবলেছেন, রাজনৈতিক ব্যক্তিদের গণতান্ত্রিক নির্বাচন আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের আকাঙ্ক্ষা, এই দুই প্রত্যাশা পূরণে কাজ করবে অন্তর্বর্তী সরকার। এতে যতদিন লাগে, ততদিনই থাকবে এসরকার।

 

আরবি/এস

Link copied!