ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

মনোনয়ন বাণিজ্য হলে ‘রাজনীতি’ ব্যবসাতে পরিণত হয়: বদিউল আলম

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৯:৪৯ এএম

মনোনয়ন বাণিজ্য হলে ‘রাজনীতি’ ব্যবসাতে পরিণত হয়: বদিউল আলম

ছবি: সংগৃহীত

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, মনোনয়ন বাণিজ্য হলে রাজনীতি ব্যবসাতে পরিণত হয়। এই সংস্কৃতি বন্ধ না হলে সবকিছুই পণ্ডশ্রম হবে। আইন করে এই মনোনয়ন বাণিজ্য বন্ধ করা যাবে না। এর জন্য প্রয়োজন রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের (এফবিএস) আয়োজনে ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণ ও পরিবর্তন চাইলে নিজেদের মন-মানসিকতায় পরিবর্তন আনতে হবে। পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন হতে হবে। মনোনয়ন বাণিজ্য বন্ধে রাজনৈতিক দলগুলোকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। এ ছাড়া তরুণ সমাজকেও এটি বন্ধে এগিয়ে আসতে হবে।

সংস্কার মানেই পরিবর্তন উল্লেখ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, আমাদের ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তন করতে হবে। একসঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। সংস্কার প্রস্তাবের পর আইন হলেও আমাদের মনে রাখতে হবে যে, কাঠামো বিদ্যমান রয়েছে। সেই কাঠামো আমাদের তা করতে দেবে না। তাই আমাদের সোচ্চার ও প্রতিবাদী হয়ে নিজেদের করণীয়গুলো করতে হবে।

আরবি/এফআই

Link copied!