ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

দাবি আদায়ে রাজপথ দখল সমাধান নয়: ডিএমপি কমিশনার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০১:৪৭ পিএম

দাবি আদায়ে রাজপথ দখল সমাধান নয়: ডিএমপি কমিশনার

ছবি: সংগৃহীত

বর্তমানে কিছু গোষ্ঠী নিজেদের দাবি আদায় করতে প্রায়ই রাজপথ দখল করার চেষ্টা করছে। এই প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, দাবি আদায়ে রাজপথ দখল সমাধান না।

বুধবার (৮ জানুয়ারি) সকালে ক্রাবের বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট এবং রামপুরা রোডে এর প্রভাব বেশি পড়ে। এজন্য তিনি দাবি আদায়ের ক্ষেত্রে খোলা মাঠ অথবা সভাস্থল বেছে নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিল, তবে এখন পরিস্থিতি মোকাবেলা করে সেসব থেকে উত্তরণের চেষ্টা চলছে। পুলিশ গত ১৫ বছরের আচরণ থেকে বেরিয়ে আসতে চায় এবং এজন্য তাদের প্রশিক্ষণ প্রয়োজন। একইসাথে তিনি জানান, ৪০ হাজার পুলিশ সদস্যকে একসাথে পরিবর্তন করা সম্ভব নয়।

এসময় ছিনতাই রোধে ডিএমপির কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আরবি/এফআই

Link copied!