ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৪:২৬ পিএম

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ওমর আবদুল্লাহ। এই নিয়ে দ্বিতীয়বার মতো জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হলেন তিনি। তিনি ন্যাশনাল কনফারেন্সের (এনসি) নেতা।

বুধবার (১৬ অক্টোবর) শ্রীনগরের ‘শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার’-এ ওমর আবদুল্লাহ জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাকে শপথবাক্য পাঠ করান জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছে এবার। এতে ৯০টি আসনের মধ্যে ৪২টিতে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স, ৬টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। জোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তারাই সরকার গড়ছে।

প্রসঙ্গত, শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (এসকেআইসিসি) শপথগ্রহণের অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সংসদ সদস্য ও লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ডিএমকে নেত্রী কানিমোজি, সিপিআই নেতা ডি রাজা, আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি প্রমুখ। এবং সেখানে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সিনিয়র ন্যাশনাল কনফারেন্স বিধায়ক সুরিন্দর সিং চৌধুরী।
 

আরবি/এফআই

Link copied!