ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

৫ দিনের মধ্যে রেলের জমিতে থাকা অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৯:১৭ পিএম

৫ দিনের মধ্যে রেলের জমিতে থাকা অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

বাংলাদেশ রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের অবৈধভাবে নির্মিত সব স্থাপনা ও অবকাঠামো সরাতে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছে সরকার। রেলপথ মন্ত্রণালয় থেকে এক গণবিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকার বাংলাদেশ রেলওয়ের অবৈধভাবে দখলকৃত ভূমি দখলমুক্ত করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সে লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে নির্মিত সব স্থাপনা/অবকাঠামো আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হলো। উক্ত সময়ের পরে বাংলাদেশ রেলওয়ের ভূমি অবৈধ দখল মুক্তকরণে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্ব সাধারণকে রেলওয়ের সম্পত্তি রক্ষার্থে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরবি/ এইচএম

Link copied!