ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

পাবনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৭:৩৬ পিএম

পাবনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

ছবি, সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাদেরকে শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবার (১১ ডিসেম্বর) আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

গ্রেপ্তারকৃতরা হলো পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মেহেদী মাসুদ (২৬), চক রামচন্দ্রপুর এলাকার মোতালেব হোসেনের ছেলে মাহমুদুল হাসান সাজিদ (২৩) ও ওশালগড়িয়া ফরেস্ট পাড়া এলাকার জমির উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (২৭)।

জানা গেছে, মেয়েটি গণধর্ষণের শিকার হলে অনলাইনে সার্চ করে আইনি সেবাদানকারী টিম ‍‍`ফাইন্ড মাই এডভোকেটে‍‍` যোগাযোগ করে। পরবর্তীতে তারা বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সাথে যোগাযোগ করে। পুনাক বিষয়টি অবগত হওয়ার পর সত্যতা যাচাই করে স্থানীয় থানাকে জানায় এবং ভুক্তভোগী নারীকে দ্রুত আইনি সহযোগিতা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করে।

গণধর্ষণের এ মামলাটি তদারক করেছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী আফরোজা হেলেন এবং জয়েন্ট সেক্রেটারি তৌহিদা নূপুর।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, গত সোমবার  (৯ ডিসেম্বর) রাতে ওই নারীর সাবেক প্রেমিক মেহেদী হাসান চা খাওয়ার নাম করে তাকে শহরের মেরিল বাইপাসের ফরেস্ট এলাকায় নিয়ে যায়। পরে পরিকল্পিতভাবে ফরেস্টের একটি পরিত্যাক্ত ঘেরে নিয়ে পালাক্রমে তিনজন তাকে ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ করলে শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আরবি/এস

Link copied!