শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

ঘূর্ণিঝড় দানার প্রভাবে গাছ পড়ে পথচারী নিহত

মো. জসিম উদ্দিন, বেতাগী

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৪:৫৭ পিএম

ঘূর্ণিঝড় দানার প্রভাবে গাছ পড়ে পথচারী নিহত

ছবি: রূপালী বাংলাদেশ

ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট দমকা ঝড়ো হাওয়ায়র কবলে বরগুনার বেতাগীতে মাথার ওপরে গাছের ডাল পড়ে এক পথচারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে দশটার সময় সদর ইউনিয়নের কিসমতপুর গ্রমে এই দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি বেতাগী সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কিসমতকরুনা গ্রামের মৃত জনাব আলী হাওলাদার ছেলে আশরাফ আলী (৫৫)।

জানা গেছে, সকালে বাজার করার জন্য সকালে ১০টা ঘর থেকে কেনাকাটার জন্য বের হয়। ঘূর্ণিঝড় দানার প্রভাবে হঠাৎ সৃষ্ট দমকা ঝড়ো হাওয়ায় পথের পাশে লাগানো চাম্বল গাছের ডাল ভেঙে মাথার উপরে পড়ে আঘাত প্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বেতাগী সদর ইউনিয়নের কিসমতকরুণা গ্রামে গাছের ডাল ভেঙে নিহত হয়েছে।

স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। মরদেহ দাফন কাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরবি/জেডআর

Link copied!