ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

গণঅভ্যুত্থানে আহতরা পাবেন ইউনিক আইডি, আমৃত্যু ফ্রি চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৮:১২ পিএম

গণঅভ্যুত্থানে আহতরা পাবেন ইউনিক আইডি, আমৃত্যু ফ্রি চিকিৎসা

ছবি : রূপালী বাংলাদেশ

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে ইউনিক আইডি (স্বতন্ত্র পরিচয়পত্র) দেবে সরকার। ওই আইডি দেখিয়ে দেশের সব সরকারি হাসপাতালে মৃত্যুর আগ পর্যন্ত (আমৃত্যু) বিনা মূল্যে চিকিৎসা পাওয়া যাবে। এ ছাড়া যেসব বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারের চুক্তি থাকবে সেগুলোতেও বিনা মূল্যে চিকিৎসা পাবেন তাঁরা।

গণ-অভ্যুত্থানে আহতদের সঙ্গে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের ছয়জন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীর সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বাহীর দায়িত্ব পাওয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. সায়েদুর রহমান বলেন, ‘আগামী পাঁচ দিনের মধ্যে লিখিত রূপরেখা দেওয়া হবে। রূপরেখায় দেওয়া টাইমলাইন অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, ‘আহত যোদ্ধাদের ইউনিক আইডি কার্ড থাকবে। সব সরকারি প্রতিষ্ঠান থেকে তাঁরা সারা জীবন (আমৃত্যু) বিনা মূল্যে সেবা পাবেন। যেসব বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারের চুক্তি থাকবে সেখানেও বিনা মূল্যে সেবা পাবেন তাঁরা। আহতদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে বেড ডেডিকেটেড থাকবে। ঢাকার সব হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে।’

আহতদের চিকিৎসায় রূপরেখায় যেসব বিষয়ের উল্লেখ থাকবে আগামী ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করা হবে বলে জানান সায়েদুর রহমান।

তিনি বলেন, এ বিষয়ে গাফিলতি কোনোভাবেই সহ্য করা হবে না।

আরবি/ এইচএম

Link copied!