লাখো তরুণী ভক্তের মন ভেঙে নতুন বছরের শুরুতেই নতুন জীবন শুরু করলেন দর্শন রাওয়াল। গোপনে প্রিয় বন্ধু ধরল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়ক। রীতি মেনে অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমেই সেরেছেন বিয়ে।
তাদের বিয়ের কিছু মিষ্টি মুহূর্তের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দর্শন ইনস্টাগ্রামে বিয়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। স্ত্রীর সঙ্গে কাটানো তার বিশেষ দিনের সুন্দর কিছু ছবি পোস্ট করেছেন তিনি।
ছবিতে দম্পতিকে সাবেকি পোশাকে দেখা গেছে। তাদের প্রতিটি ছবিতেই তাদের মুখে ফুটে উঠেছে আনন্দের ঝলক ও ভালোবাসার ছোঁয়া। ছবিতে তাদের রসায়ন ও একে অপরের প্রতি প্রেম সবার নজর কেড়েছে।
ছবিগুলো শেয়ার করে দর্শন লিখেছেন, আমার বেস্ট ফ্রেন্ড ফরএভার। পোস্ট প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যমের পাতায় তাদের ছবি দেখে নবদম্পতিকে ভালোবাসা এবং শুভেচ্ছায় ভরে দিয়েছেন অনুরাগীরা। তারা নানা মন্তব্য-সহ আন্তরিক অভিনন্দন এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণের পর দর্শন রাওয়াল খ্যাতি অর্জন করেন। এরপর তিনি ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’র মতো বেশ কয়েকটি সিনেমার জন্য গান গেয়েছেন। জনপ্রিয় গানের মধ্যে আরও রয়েছে ‘মিত্রন’, ‘এক লাড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘লাভ আজকাল’, ‘লুডো’, ‘রকি অর রানি কি প্রেমকাহিনি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’ ও অন্যান্য।
শুধু বলিউড নয়, গুজরাটি ও তেলেগু সিনেমায়ও দর্শন রাওয়াল গাইছেন সমানতালে। গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করায়ও সুনাম আছে তার। হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন বলে কনসার্টেও রয়েছে দর্শনের দারুণ জনপ্রিয়তা।
২০২৩ সালে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন ভারতের বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক, সুরকার ও গীতিকার দর্শন। সে বছরের ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ‘লেটস ভাইব উইথ দর্শন রাওয়াল’ আয়োজনে গান পরিবেশন করেন তিনি।
আপনার মতামত লিখুন :