ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৪:৫৩ পিএম

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির

ফাইল ছবি

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলছিলেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ ‘সাম্প্রদায়িক সম্প্রীতির’ দেশ বর্ণনা করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, “দেশের সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠান স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশ আবহমানকাল থেকে পালন করে আসছে।”

বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার তাগিদ দেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, ‘জাতি ধর্ম নির্বিশেষে সবার প্রচেষ্টায় গড়ে ওঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ। বিশ্ব এগিয়ে যাক শান্তি কল্যাণ ও আলোর পথে।’

খ্রিস্টান সম্প্রদায়সহ সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘স্রষ্টা ও সৃষ্টির মধ্যে যোগাযোগ স্থাপনের পাশাপাশি পৃথিবীকে শান্তির আবাস হিসেবে পরিণত করতে যিশু সৃষ্টিকর্তার মহিমা ও শান্তির বাণী প্রচার করে গেছেন। তিনি পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করেছেন।’

বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলাসহ যুদ্ধ-বিধ্বস্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যিশুর শিক্ষা ও আদর্শ ফলপ্রসূ অবদান রাখতে পারে বলে মনে করেন রাষ্ট্রপতি।

আরবি/জেআই

Link copied!