সোমবার, ৩১ মার্চ, ২০২৫

জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৯:৩৬ এএম

জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

আজ সেই দিন, যেদিন পৃথিবীর বুকে বীরত্ব গাঁথা ইতিহাস সৃষ্টি করেছিল মুক্তি পাগল বাংলার দামাল সন্তানরা। যারা স্বাধীনতার রক্তিম সূর্যকে ছিনিয়ে আনবে বলে একদিন অস্ত্র কাঁধে তুলে নিয়েছিল। শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক- কেউই যেন বাদ ছিল না। দল-মত নির্বিশেষে সবাই শরিক হয়েছিল এ লড়াইয়ে। যার ফল মিলেছিল একাত্তরের ১৬ ডিসেম্বর। বহু শতাব্দীর স্বপ্নের- স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের বিজয় এসেছিল সেদিন।

আজ সেই ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে ইতোমধ্যেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সেই সঙ্গে আজ এই বিশেষ দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। প্রেস উইং জানিয়েছে, মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে আজ সোমবার ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। এদিন সকাল ১০ টায় তাঁর এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। এরপর সেদিনই দেশ ছাড়েন দলটির সভাপতি শেখ হাসিনা। পরে দেশের উদ্ভূত পরিস্থিতিতে গত ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে এই সরকার।

আরবি/এফআই

Link copied!