ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বাংলা একাডেমির নতুন সভাপতি অধ্যাপক আবুল কাসেম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৪:৩৮ পিএম

বাংলা একাডেমির নতুন সভাপতি অধ্যাপক আবুল কাসেম

ছবি: সংগৃহীত

প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে বাংলা একাডেমির নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন-২০১৩ অনুযায়ী কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য তাঁকে এই দায়িত্ব দেওয়া হলো।

১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন আবুল কাসেম ফজলুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক ছিলেন তিনি।

আবুল কাসেম ফজলুল হকের দুই সন্তান অধ্যাপক ড. শুচিতা শরমিন ও ফয়সাল আরেফিন দীপন। এদের মধ্যে ফয়সাল আরেফিন দীপন ২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগ এলাকার আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর অফিসে জঙ্গিদের হামলায় নিহত হন। তিনি জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ছিলেন তিনি।

আরবি/ এইচএম

Link copied!