ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি নারী নাজমাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের পাশ থেকে নাজমার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে রামমূর্তি এলাকার কলকেরে লেকের ধারে নাজমার মরদেহ পাওয়া যায়। তার স্বামীর দেওয়া তথ্যে জানা গেছে, নাজমার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না, তবে তার স্বামী সুমন বৈধভাবে গত ছয় বছর ধরে ভারতে বসবাস করছেন। তার কাছে বাংলাদেশি পাসপোর্টও রয়েছে। সুমন বেঙ্গালুরু সিটি কর্পোরেশনের ময়লা পরিষ্কার করার কাজ করেন এবং তাদের তিন সন্তান বাংলাদেশে আত্মীয়-স্বজনদের কাছে থাকে।
জানা গেছে, নাজমা কালকেরের একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন এবং স্বামীর সঙ্গে রামকৃষ্ণ এলাকায় থাকতেন। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ওই অ্যাপার্টমেন্টে কাজ শেষে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।
এরপর, শুক্রবার সকালে পথচারীদের কাছ থেকে জরুরি বার্তা পায় পুলিশ এবং লেকের ধারে গিয়ে নাজমার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন এবং শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে।
হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাজমার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছে। হত্যাকাণ্ডে কতটা যৌন নির্যাতন করা হয়েছিল, তা ফরেনসিক রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।
আপনার মতামত লিখুন :