বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
প্রশ্নফাঁস

পিএসসির অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০১:৪৭ পিএম

পিএসসির অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)এর বাংলাদেশ রেলওয়ে এর সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নন ক্যাডার) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও এলাকায় বিপিএসসি প্রধান কার্যালয়ের সামনে থেকে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।  বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সিআইডির ফেসবুক পেইজ থেকে এই তথ্য জানা গেছে।

গ্রেপ্তারকৃত একজন হলেন ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল থানা বড্ডাপাড়া গ্রামের মোঃ আব্দুল হালিমের ছেলে মোঃ আব্দুল আজিম (৪৯)।। তিনি পিএসসি বিজ্ঞাপন শাখার অফিস সহকারী ছিলেন।  আর অন্যজন ভোলা জেলার চড়ফ্যাশন থানার উসমাণগঞ্জ গ্রামের বিজয় কৃষ্ণ দাসের ছেলে রুপন চন্দ্র দাস (৪৪)।  তিনি পিএসসির পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

এসময় তাদের থেকে ২টি মোবাইল বিপিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্র,বিভিন্ন ব্যাংকের চেক ও নগদ টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, একটি সংঘবদ্ধ চক্র গত ৫ জুলাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নন ক্যাডার) এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তরপত্র পরীক্ষার্থীদের নিকট অর্থের বিনিময়ে বিতরণ করছে বলে সিআইডি’র সাইবার পুলিশ জানতে পারে।  এ ঘটনায় সিআইডির পল্টন মডেল থানায় করা এক মামলা রুজু করা হয় এবং এই মামলা তদন্তকালে প্রশ্ন ফাঁস এর সাথে জড়িত থাকার অভিযোগে চলতি মাসের ১৭ ডিসেম্বর মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।  

এ মামলায় এখন পর্যন্ত মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২ জন আদালাতে আত্মসমর্পণ করেছন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা গেল বছরগুলোতে অর্থের বিনিময়ে বিসিএসসহ পিএসসির বিভিন্ন গ্রেডের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
 

আরবি/জেআই

Link copied!