ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
সচিবালয়ে হট্টগোল

শাস্তি পাচ্ছেন ১৭ উপসচিব

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৫:০৭ পিএম

শাস্তি পাচ্ছেন ১৭ উপসচিব

ছবি: সংগৃহীত

সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) পদ নিয়ে হট্টগোলের ঘটনায় ১৭ জন উপসচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন  মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান ।

তিনি বলেন, ‘জেলা প্রশাসক (ডিসি) পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ জন উপসচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে ঘটনায় গঠিত তদন্ত কমিটি।’

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ‘সরকারি চাকরিতে আবেদনের বসয়সীমা নির্ধারণে কমিটি করেছে সরকার। কমিটির প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী। এটিকে আগামী সাত দিনের মধ্যে সুপারিশসংবলিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

আরবি/এফআই

Link copied!