আল্লু অর্জুন, গত তিন বছরে যাকে নিয়ে গোটা দেশের অনুরাগীরা উচ্ছ্বসিত। সৌজন্যে ‘পুষ্পা’। আল্লু অর্জুনের জীবনে এই সিনেমা এক মাইলস্টোন। তার জনপ্রিয়তা কেবল দক্ষিণী সিনেপাড়াতেই সীমাবদ্ধ থাকেনি। পুষ্পা সিনেমার হাত ধরে যা তিনি গোটা দেশে জনপ্রিয়তা লাভ করেছেন। এই সিনেমা তার ঝুলিতে এনে দিয়েছে জাতীয় পুরষ্কারও।
এবার পালা ‘পুষ্পা ২’ সিনেমার। গত দুই বছর ধরেই ভক্তরা অপেক্ষায় ছিলেন, কবে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। একের পর এক তারিখ বদল করে অবশেষে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’। ৫ ডিসেম্বর। তারই আগে গ্র্যান্ড সেলিব্রেশন হয়ে গেল বিহারের পাটনার গান্ধী ময়দানে। যেখানে ‘পুষ্পা ২’ সিনেমার ট্রেলার লঞ্চে ঝড় তোলেন আল্লু অর্জুন।
তবে জানেন কি, এই সিনেমার একটা বিশেষ দৃশ্যের জন্য মোটা টাকা ব্যয় করেছেন পরিচালক সুকুমার! মাত্র ৬ মিনিট শুটের জন্য মোট কত কোটি খরচ হয়? ৬০ কোটি টাকা। সিনেমাতে এক বিশেষ সিক্যোয়েন্স তৈরি করতেই এই বিপুল পরিমাণ অর্থ খরচ হয়। সিনেমা তৈরির মোট বাজেট ৫০০ কোটি ছাড়িয়েছে বলেই দক্ষিণ সূত্রে খবর।
তবে এই সিনেমা যে দর্শক মনে কতটা ঝড় তুলতে চলেছে তা অনুরাগীদের উত্তেজনা দেখেই বোঝা যায়। আর ঠিক এমনই সময় সিনেমার ট্রেলার মুক্তিতে সেই সকল অনুরাগীদের ধন্যবাদ জানালেন আল্লু। বিহারে গিয়ে বললেন, নমস্কার। বিহারের পবিত্র মাটিকে আমার শত-শত প্রণাম। প্রথমবার বিহারে এলাম। আপনাদের স্বাগত ও ভালোবাসার জন্য ধন্যবাদ। পুষ্পা কোনওদিন মাথা নত করে না। তবে আজ প্রথমবার আপনাদের ভালবাসার সামনে মাথা নত করল। ধন্যবাদ পাটনা। আপনারা সকলে কেমন আছেন? পুষ্পাকে ফুল ভেবেছেন কি? ফুল নই, এবার বন্য আগুন আমি। আমার হিন্দি একটু ভুল হয়। ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।
এখানেই শেষ নয়, তিনি অনুরাগীদের উদ্দেশে আরও বলেন, আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, পুষ্পাকে এই পর্যায় ভালোবাসা দেখানোর জন্যে। আপনাদের ভালোবাসাই পুষ্পা ২-কে গত দুই বছরের সব থেকে বেশি চর্চিত সিনেমা করে তুলেছে। আমার বলা ধন্যবাদ আপনাদের ভালোবাসার কাছে মোটেও যথেষ্ট নয়। স্থানীয় পুলিশ, আয়োজক এবং আমার ভক্তদের সত্যি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই।
আপনার মতামত লিখুন :