বকেয়া বেতন ও চাকরি স্থায়ী করার দাবিতে রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা জানান, ৭-৮ মাস ধরে বেতন না পাওয়ার কারণে তারা অনেক সংকটে রয়েছেন। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হলেও কোনো সাড়া পাননি তারা, তাই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।
রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রায় ২৫০ জন গেটকিপার অংশ নিয়েছেন। কর্মসূচির মাধ্যমে তারা নিয়োগ কমিটির সদস্য সচিব মইনুল ইসলামের পদত্যাগের দাবি জানান।
গেটকিপার মনিরুল ইসলাম জানান, ২০১৮ সালে তাদের নিয়োগ দেওয়া হয়, তবে এতদিন পেরিয়ে গেলেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। এছাড়া, গত ৭-৮ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না।
তারা বলেন, গত ৮ মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছিল যে, বেতন চলমান থাকবে, তবে তা হয়নি। তারা আরও দাবি করেন, তাদের সরাসরি নিয়োগের মাধ্যমে রাজস্ব হিসেবে ১ হাজার ৫০৫ জনের নাম অন্তর্ভুক্ত করতে হবে।
অন্য গেটকিপাররা জানান, তাদের বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বেতন না পেয়ে তাদের পরিবারে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। তারা প্রশ্ন করেন, “কিভাবে একটি অসহায় পরিবার চলবে বেতন ছাড়া?”
তারা আরও জানান, তাদের কর্মস্থলে মৌলিক সুবিধা যেমন পানি, বিদ্যুৎ, টয়লেটের ব্যবস্থা নেই, যা তাদের জন্য কাজ করার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তারা বলেন, “আমরাও তো মানুষ। আমাদের কি মৌলিক অধিকার নেই?”
এ অবস্থায়, রেলওয়ে গেটকিপাররা তাদের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :