ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

রেলের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা বাতিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৭:০৬ পিএম

রেলের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা বাতিল

ফাইল ছবি

রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে গৃহীত পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। সোমবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে গৃহীত লিখিত পরীক্ষা বাতিল করা হলো।’

এতে আরো বলা হয়, ‘ওই পদের পরীক্ষা ২০২৫ সালের মার্চ মাসে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।’

আরবি/ এইচএম

Link copied!