ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
নারী কর্মকর্তাকে শ্লীলতাহানির চেষ্টা

রাজউক পরিচালক শাহীন সাময়িক বরখাস্ত

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০১:৩৯ এএম

রাজউক পরিচালক শাহীন সাময়িক বরখাস্ত

শেখ শাহীনুল ইসলাম। ছবি: সংগৃহীত

শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে। তার নাম শেখ শাহীনুল ইসলাম। তিনি রাজউকের অঞ্চল-৭-এ কর্মরত।

মতিঝিল শাপলা চত্বর এলাকায় এই অঞ্চল-৭-এর কার্যালয়। গত সপ্তাহের প্রথাম কর্মদিবসে এক নারী কর্মকর্তা অফিসে এলে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টা নাগাদ অনাকাক্সিক্ষত ঘটনাটির সূত্রপাত বলে জানা গেছে। 

ভুক্তভোগী নারী কর্মকর্তা রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকারের কাছে একটি অভিযোগপত্র জমা দেন।

তিনি লেখেন, ‘সেদিন সকাল সাড়ে ১০টার দিকে রাজউকের পরিচালক (জোন-৭) শেখ শাহীনুল ইসলাম ‘অনাকাক্সিক্ষত, অপ্রত্যাশিত ও অশালীনভাবে তার শরীর স্পর্শ করেন। ঘটনার আকস্মিকতায় তিনি হতভম্ব হয়ে যান।’ তিনি রাজউক চেয়ারম্যানের কাছে বিচার দাবি করেন।

রাজউক চেয়ারম্যান বিষয়টি তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করেন। অভিযুক্ত পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। এ-সংক্রান্ত রাজউকের অফিস আদেশে বলা হয়, শাহীনুল ইসলামের কর্মকাণ্ড ‘গুরুতর চাকরি শৃঙ্খলা পরিপন্থি’। রাজউক (কর্মকর্তা-কর্মচারী) চাকরি বিধিমালা, ২০১৩-এর বিধি ৩৭ (খ) অনুযায়ী তা অসদাচরণের শামিল। অপরাধের ধরন ও ভয়াবহতা বিবেচনায় তাকে রাজউক চাকরি বিধিমালার বিধি ৪৩-এর উপবিধি (১) অনুযায়ী অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হলো।

এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত শাহীনুল ইসলাম ফোন রিসিভ করেননি। রাজউকের পরিচালক (প্রশাসন) কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে রূপালী বাংলাদেশকে বলেন, রাজউক বিধিমালা অনুযায়ী শাহীনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তদন্ত রিপোর্টে নির্দোষ প্রমাণিত হলে তার সাসপেনশন প্রত্যাহার করা হবে।

আরবি/জেডআর

Link copied!