বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

‘রেল কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ১২:৩৬ পিএম

‘রেল কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে’

ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি যা ছিল, তা যতটুকু সম্ভব পূরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ কথা বলেন তিনি।

তিনি জানান, রেলের কর্মচারীদের জন্য মানবিক কারণে যতটুকু প্রয়োজন, তা করা হয়েছে এবং ওভারটাইম ইস্যুরও সমাধান করা হয়েছে। কিন্তু তার বাইরে যেসব দাবি রয়েছে, তা পূরণ করা সম্ভব নয়। কারণ দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। তবে ভবিষ্যতে তা দেওয়া হবে কিনা সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। বিদেশি মিশনের যাদের ভাতা বাড়ানো হচ্ছে, তা পূর্বে নেওয়া একটি সিদ্ধান্ত ছিলো। এছাড়া, রোজায় চাল, গমের মজুদ নিশ্চিত করার বিষয়েও তিনি কথা বলেন, যাতে কোনো ঘাটতি না হয়।

আরবি/এফআই

Link copied!