ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
পাসপোর্ট

পুলিশ ভেরিফিকেশনের নামে টাকা না দেয়ার অনুরোধ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ১১:১২ এএম

পুলিশ ভেরিফিকেশনের নামে টাকা না দেয়ার অনুরোধ

ছবি: সংগৃহীত

পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত যে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।  তারা জানায়, একদল প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ, নগদ, রকেটে পাসপোর্ট আবেদনকারীর কাছে টাকা দাবি করছে।

মঙ্গলবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ/নগদ/রকেটে পাসপোর্ট আবেদনকারীর কাছে টাকা দাবি করছে। অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এ ধরনের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

এছাড়াও পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে ‘ঐবষষড় ঝই’ অ্যাপের মাধ্যমে অথবা 
০১৩২০০০৫৯২১ বা ০১৩২০০০৫৯২২ বা ০১৩২০৫৩৯৩ বা ০১৩২০০০৬৩৭৮  মোবাইল নম্বরে জানানো যাবে।

আরবি/জেআই

Link copied!