ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারালেন সালমান এফ রহমানের ছেলে

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৮:৪৩ পিএম

আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ  হারালেন সালমান এফ রহমানের ছেলে

সালমান এফ রহমানের ছেলে শায়ান ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

আইএফআইসি ব্যাংক থেকে পরিচালক পদ হারালেন সালমান এফ রহমানের ছেলে শায়ান ফজলুর রহমান। ঋণ খেলাপির কারণে মঙ্গলবার তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের পদ হারান।

শায়ান ফজলুর রহমানের কোম্পানি এসেস ফ্যাশনস লিমিটেড ঋণ খেলাপি হয়। যার কারণে গত ১১ আগস্ট আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। কোম্পানি আইনে তিনি আর ব্যাংকের পরিচালক পদে থাকতে পারবেন না বলে জানানো হয়েছে।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান মঙ্গলবার সন্ধ্যার পর জানান, রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
 

আরবি/জেডআর

Link copied!