ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

আইন শৃঙ্খলার পরিবেশ পরিস্থিতিতে আমরা সন্তুষ্ট নই: নাহিদ ইসলাম

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৪:২৬ পিএম

আইন শৃঙ্খলার পরিবেশ পরিস্থিতিতে আমরা সন্তুষ্ট নই: নাহিদ ইসলাম

ছবি: রূপালী বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট নই। পুলিশ বাহিনীর রিফর্মের উদ্যোগ নেয়া হয়েছে। পুলিশকে সাধারণ মানুষকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে পুলিশকেও সেবার মানষিকতা জাগ্রত করে সাধারণ মানুষের পাশে থাকতে হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আগামী ১০০ দিনের মধ্যে গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলী) আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০০ দিনের কর্মপরিকল্পনায় রয়েছে- বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারকে দক্ষ ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতা এবং তাদের পরিবার নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করে বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, এছাড়া স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে। গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলী) আইন প্রণয়নের উদ্যোগ নেবে মন্ত্রণালয়। পাশাপাশি সম্প্রচার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

 

আরবি/জেআই

Link copied!