কারফিউ

রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪, ০২:২৫ পিএম

রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ছবি: সংগৃহিত

আন্দোলনের নামে কেউ যাতে সহিংসতা-নাশকতা করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

ঢাকার বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। চেকপোস্টে সবাইকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

রাজধানীর গাবতলী, মোহাম্মদপুর, কল্যানপুর, মিরপুর, আসাদগেট, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, সায়েন্সল্যাব, পল্টন, গুলিস্তান, বাড্ডা, রামপুরা, উত্তরায় কড়া অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া কেউ চেকপোস্ট পার হতে পারছে না।

রাজধানীর প্রবেশপথগুলোতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান। ঢাকার বাইরে থেকে জরুরি কাজ ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।

 

 

আরবি/জেআই

রূপালী বাংলাদেশ

Link copied!