জুলাই-আগস্টের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়াবাড়ি এবং গুলি চালানোর ঘটনায় তাদের সবাইকে ধরা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, তদন্তের মাধ্যমে আরো অনেককে গ্রেপ্তার করা হবে।
বুধবার (১৫ জানুয়ারি) খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
এ সময় তিনি বলেন, আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো ছাড় দেয়া হয়নি এবং গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের পর সকল অপরাধীকে আইনের আওতায় আনা হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর জন্য তাদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার এক লাখের বেশি তরুণকে বাহিনীতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে এই বাহিনীকে শক্তিশালী করতে কাজ করছে।
এর আগে সকালে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আনসার সদর দপ্তরে গার্ড অফ অনার দেয়া হয়।
আপনার মতামত লিখুন :