ঢাকা: অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এ কে এম শহিদুর রহমান। অবসর-উত্তর ছুটি থেকে ফিরিয়ে এনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গত ৭ আগস্ট শহিদুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :