ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
৭ খুনের বিচারসহ বিভিন্ন দাবি

রাত ১২টা থেকে কর্মবিরতিতে যাচ্ছে নৌযান শ্রমিকরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৯:৫৮ পিএম

রাত ১২টা থেকে কর্মবিরতিতে যাচ্ছে নৌযান শ্রমিকরা

ফাইল ছবি

চাঁদপুরে জাহাজে ৭ খুনের প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন, বিচারসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার দিনগত রাত ১২টার পর থেকে নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছে। আজ দুপুরে (২৬ ডিসেম্বর) বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. শাহ আলম বলেন, বাগেরহাটের মূলঘর পূর্ব ইউনিয়নের জগদীশ মন্ডলের ছেলে আকাশ মন্ডল ওরফে ইরফান সার বোঝাই পণ্যবাহী ‘এমভি আল বাখেরা’ জাহাজের আটজন স্টাফকে ঠান্ডা মাথায় যেভাবে কুপিয়েছেন। তিনি বিশাল একটি জাহাজটি একাই চালিয়েছেন। এতে মনে হয় এটা তাঁর একার কাজ হতে পারে না। আমরা এই ঘটনার প্রকৃত রহস্য এবং এর সঙ্গে অন্য কারা ছিল সেটা প্রশাসনের সঠিক তদন্ত দাবি করছি।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি আরও বলেন, আমরা আমাদের সারাদেশে ১০ হাজার ছোট পণ্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিকদের নিরাপত্তাও দাবি করছি। যারা ওই জাহাজে হতাহতের শিকার হয়েছে সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণও দাবি করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতিসহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে।

এদিকে, চাঁদপুরে গ্রেপ্তার আকাশ মন্ডল ওরফে ইরফানকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার পর নানা তথ্য বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন চাঁদপুর নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।

নৌ পুলিশের এই কর্মকর্তা বলেন, এক বছর আগে আকাশ মন্ডল ইসলাম ধর্ম গ্রহণ করেন। ৮ মাস আগে তিনি ওই জাহাজে সুকানির চাকরি নেন খুনের শিকার জাহাজ মাস্টার গোলাম কিবরিয়ার মাধ্যমে।

জাহাজ মালিক মাহবুব মোরশেদ বলেন, আমরা ওই জাহাজে গোলাম কিবরিয়া ও ইঞ্জিন চালক সালাউদ্দিন মোল্লাকে চাকরি দিয়েছিলাম। বাকিরা সবাই গোলাম কিবরিয়ার মাধ্যমে ওই জাহাজে চাকরি নেয়।

এদিকে এই ঘটনার পর চাঁদপুর নৌরুটে সব ধরনের নৌযান নিরাপত্তাহীনতায় রয়েছে বলে স্থানীয় সাধারণ চলাচলকারী লঞ্চযাত্রী ও নৌযান শ্রমিকরা দাবি করছে।

এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, এটা ব্যক্তিগত আক্রোশের ঘটনা ছিল। নদীতে কোনো ধরনের নৌযান নিরাপত্তাহীনতায় নেই। এছাড়া আমাদের নৌ পুলিশ ও কোস্টাগার্ড সব সময় সতর্ক অবস্থায় রয়েছে।

আরবি/এইচএম

Link copied!