মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো তিন দিনের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর “হারমোনি উৎসব” শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। উৎসবের জন্য এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
মূলত এই উৎসবের উদ্দেশ্য হলো, দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি ও ভাষাকে দেশ ও বিদেশে পরিচিত করা। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এই মেলার আয়োজন করা হচ্ছে।
এবারের মেলায় ২৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশগ্রহণ করবে, যার মধ্যে রয়েছে খাসিয়া, গারো, মণিপুরী, ত্রিপুরা, সাঁওতাল, ওরাওসহ অন্যান্য জনগোষ্ঠী। এসব জনগণের প্রতিনিধিরা ৪৯টি স্টলের মাধ্যমে নিজেদের সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরবেন।
উৎসবটির আয়োজকরা জানান, এই উৎসবের মূল উদ্দেশ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে প্রচার করা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, উৎসবটি সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে একত্রিত করে এক মঞ্চে তাদের সংস্কৃতি প্রদর্শন করতে সাহায্য করবে।
প্রসঙ্গত, এই উৎসবটি ১০, ১১ এবং ১২ জানুয়ারি বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) সংলগ্ন কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
আপনার মতামত লিখুন :