প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার ভ্যাট বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ এবং শেখ পরিবারের সময়কালের অর্থনীতির দুর্বলতাগুলো ঠিক করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশে ট্যাক্স ও জিডিপির অনুপাতের হার ২০২১ সাল থেকে রাজস্ব আয়ে ঘাটতির মধ্যে রয়েছে। এই ঘাটতি কাটাতে সরকার এ ধরনের পদক্ষেপ নিয়েছে। ভ্যাট থেকে প্রাপ্ত অর্থ জনগণের জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে।
তিনি বলেন, আইএমএফের পরামর্শ নয়, দেশের টাকার মান বাড়ানোর জন্য ট্যাক্স ও জিডিপির অনুপাত বৃদ্ধি করা অপরিহার্য।
বিগত সরকারের আমলে মেগা প্রজেক্টগুলোর নামে ব্যাপক দুর্নীতি এবং অপচয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের টাকায় অপ্রয়োজনীয় প্রকল্প যেমন কর্ণফুলী টানেল ও ৭ তারকা হোটেল নির্মাণ করা হয়েছে।
তিনি আরও জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার কাজ করছে।
এছাড়া, অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ দেশের মানুষের কাছে যথাযথভাবে তুলে ধরার আহ্বানও জানান তিনি।
আপনার মতামত লিখুন :