ঢাকা শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
উপদেষ্টা আসিফ নজরুল

প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জায়গা বেদখলে কঠোর পদক্ষেপ নেয়া হবে

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৪:০০ পিএম

প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জায়গা বেদখলে কঠোর পদক্ষেপ নেয়া হবে

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জায়গা বেদখলের বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে মুন্সিগঞ্জ সদরের ইদ্রাকপুর কেল্লা, বাবা আদম মসজিদসহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

আসিফ নজরুল বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রত্নতত্ত্ব নিদর্শন রয়েছে। বিভিন্ন অঞ্চলে উদ্ধারকৃত নিদর্শনের অনেকগুলোর জাতীয় পর্যায়েও গুরুত্ব রয়েছে। এরমধ্যে অনেক জায়গা বেদখলের অভিযোগ পাওয়া গেছে।

এসময় তিনি বলেন, যেসব জায়গা বেদখল হয়েছে সেগুলো পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে। পরিদর্শনের সময়ে তার সাথে আরও উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদফতরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতাসহ অন্যান্যরা।

আরবি/এফআই

Link copied!